২৬ আগস্ট আফগান ইস্যুতে কেন্দ্র সর্বদলীয় বৈঠক ডাকলো, জার্মানের সঙ্গে মোদি বার্তালাপ
কলকাতা : আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রীয় সরকার ২৬ আগস্ট সর্বদলীয় বৈঠক ডাকলো। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সঙ্গে এই ইস্যুতে আলোচনা হবে বলে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মান চান্সলোর এঞ্জেল মার্কেলের সঙ্গে আফগান ইস্যুতে কথা বলেন। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন আজ জি ৭ দেশের সঙ্গে আফগান ইস্যুতে কথা বলবেন।ব্রিটেন, জাপান, ইতালি,জার্মান প্রভৃতি সদস্য রাষ্টের সঙ্গে কথা বলবেন। বাইডেন তালিবানদের সতর্ক করে বলেছেন ৩১ আগস্ট এর মধ্যে সব আমেরিকানকে দেশে ফিরিযে আনা হবে। কিছু অঘটন ঘটলে তালিবানরা দায়ী থাকবে। এর জন্যে ভুগতে হবে। প্রধানমন্ত্রী মোদি আফগানিস্তানে নিরীহদের উপর অত্যাচারে উদ্বেগ প্রকাশ করেছেন।









কোন মন্তব্য নেই