টোকিও প্যারালিমিক্সে ভারতের জোড়া সোনা শুটিং এ সোনা অবনি লেখারা, জ্যাভলিন থ্রো তে সোনা সুমিত আনটিল
নয়া ঠাহর ওয়েভ ডেস্ক: টোকিও প্যারালিমপিক্সে ভারতের জোড়া সোনা।হাই জাম্পে রৌপ্য পদক পেলেন নিষাদ কুমার, টেবল টেনিসে রৌপ্য পদক পেলেন ভাবিনাবেন পটেল। ডিসকাসে ব্রোঞ্জ পদক পেলেও বিনোদ কুমার এক বিতর্কে জড়িয়ে পড়েন। গুজরাটের ভাদ নগরের বাসিন্দা ভাবিনাবেন পটেল হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা,যিনি পদক আনলেন।প্রথম মহিলা সুটার সোনা আনলেন অবনি লেখারা। জ্যাভলিন থ্রোতে সুমিত আনটিল সোনা পেয়ে বিশ্ব রেকর্ড করলেন।
কোন মন্তব্য নেই