Header Ads

আবার কাবুলে রকেট আক্রমণ ,লোকশিল্পী কে গুলি করে হত্যা

নয়া ঠাহর ওয়েভ ডেস্ক:কাবুলে পুনরায় ভয়ঙ্কর রকেট হামলা।আজ সোমবার এই আক্রমণে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে।31আগস্ট এর মধ্যে আমেরিকান সব সেনা প্রত্যাহার করার কথা।ব্রিটেন ইতিমধ্যে তাদের সব সেনা প্রত্যাহার করেছে।  তালিবনিরা এক কৌতুক শিল্পী কে গাছে বেঁধে গলা কেটে হত্যা করার পর লোকশিল্পী  ফাওয়াদ আন্দারাবীকে মাথায় গুলি করে হত্যা করে। মাটিতে চাটাই পেতে গান গাইতেন,গানের ভাষা ছিল -"আমার জন্মভূমির মত কোনও দেশ নেই, এই বিশ্বে,আমাদের সুন্দর উপত্যকা পিতৃপুরুষদের জন্মভূমি।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.