বরাকের লালায় এন জি ও প্রয়াস এর উদ্যোগে বৃক্ষ রোপন
সংবাদ দাতা শিলচর :গত ২২ শে আগষ্ট লালার মুক্তাছড়ায় শ্রী শ্রী রাধারমণ রাধাগোবিন্দ মঠ প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় শিলচরের প্রয়াস এন জি ও র পক্ষ থেকে। বৃক্ষরোপনের মাধ্যমে এদিনের অভিনব এই কর্মসূচির উদ্বোধন করে প্রয়াসের সভাপতি বিধান চন্দ্র নাথ বলেন যে মানুষ এবং প্রকৃতির সহাবস্থান যুগ যুগান্তরের। পরিবেশ না বাঁচলে মানুষও অবলুপ্ত হবে এই পৃথিবী থেকে। এবং তাই হিন্দু ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মই প্রকৃতিকে ভগবানের স্বরূপ বলে ভাবার কথা বলে। হিন্দু ধর্মে তাই গাছ গাছালির বিশাল মাহাত্ম্য রয়েছে। তিনি বলেন মানুষ জাগতিক লোভ থেকে প্রকৃতি ও পরিবেশের যে ক্ষতিসাধন করে এসেছে এতদিন , এখন তার মূল্য চোকাতে হচ্ছে। প্রয়াসের এই উদ্যোগ তাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই শ্রদ্ধা ও প্রনাম নিবেদন। তিনি আরো বলেন যে তাদের এই উদ্যোগ শুধু একবার চারা লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা। এইসব চারাকে বাঁচানো ও বড় করে তোলার সম্পুর্ন দায়িত্ব তারা পালন করবেন।
প্রয়াসের আরেক অন্যতম সদস্য অসীম ভট্টাচার্য এদিন বলেন যে প্রয়াস শিলচরে এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। এবারে তারা বরাকের অন্য জেলাতেও তাদের কর্মসূচি বিস্তার করতে আগ্রহী। আজকের উদ্যোগ দিয়ে তারই শুভারম্ভ হল।
উল্লেখ্য যে প্রয়াস এন জি ও অনেক দিন ধরে ফুটপাত আশ্রিত দের নিয়মিত খাবার বিতরণ, রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এদিনের কর্মসূচিতে 'প্রয়াসে'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শান্তনু রায়, উত্তম দেব,অসীম ভট্টাচার্য প্রমুখ।
প্রয়াস এনজিও র পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন কোষাধ্যক্ষ অসীম ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই