বিশিস্ট সাহিত্যিক বুদ্ধ দেব গুহ প্রয়াত
নয়া ঠাহর, কলকাতা: পশ্চিমবঙ্গর বিশিস্ট সাহিত্যিক বুদ্ধ দেব গুহ কলকাতায় রবিবার রাতে 85 বছর বয়সে মারা গেলেন। তার সাহিত্য সাধনা ইতিহাসে স্থান করে নেবে। একজন চার্টার্ড একাউন্ট হয়েও জঙ্গল পরিবেশ কে ভালোবেসে বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।সৌভাগ্যক্রমে এই প্রতিবেদক অমল গুপ্ত র প্রথম গ্রন্থ "বনে বনান্তরে "তে ভূমিকা লিখে দিয়েছিলেন। তিনি আর বিপ্লবী পান্না লাল দাশ গুপ্ত ও একই গ্রন্থে ভূমিকা লিখে দেন। গ্রন্থটি গুয়াহাটি প্রেস ক্লাবে উন্মোচন করেছিলেন তদানীন্তন রাজ্যপাল লোক নাথ মিশ্র ,এবং অসম বিধানসভার অধ্যক্ষ দেবেশ চক্রবর্তী ।প্রকৃতিপ্রেমিক বুদ্ধদেব গুহ এক বেসরকারি হাসপাতালে 33 দিন ছিলেন।করোনা থেকেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছি লেন। তিনি একটির পর একটি কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন।জঙ্গল মহল,বাবলি,মাধুকরি, কুমুদিনী,চান ঘর প্রভৃতি অসংখ্য গ্রন্থ লিখেছেন।শ্রীরামকৃষ্ণ ,বিবেকানন্দ কে নিয়ে গবেষণা ধর্মী লেখা লিখেছেন। তার মৃত্যেতে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে আসে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।তার মৃত্যুতে এক যুগের অবসান হল।
কোন মন্তব্য নেই