Header Ads

বিজেপিকে ভয় করেনা জাতীয় সংগঠন

সুনীল রায়, নগাঁও : একদিকে রায়তী কৃষক এবং জাতীয় সংগঠনের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকের প্রতিবাদ এবং আন্য দিকে মিকির বামুণী গ্ৰান্টের উচ্ছেদিত দের প্রতিবাদ।নগাঁও জেলার বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের আজ প্রতিবাদে উত্তাল হয়ে পরে। উল্লেখ্য যে বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতু গোস্বামীয়ে কেন্দ্র টির মিকির বামুণী গ্ৰান্টের কৃষকদের উচ্ছেদ করে সৌর প্রকল্প স্থাপন করা এজিউর পাযার  কোম্পানীর সমর্থনে অবস্থান গ্ৰহন করার বিরোধিতারে গতকাল কয়েকটি জাতীয় সংগঠন এবং মিকির বামুণীর কৃষকে বিধায়ক জনের বাস গৃহের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করেছিল।অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, নগাঁও জেলা সমিতি, সি পি আই, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, ছাত্রমুক্তি সংগ্ৰাম সমিতিএইগুলি সংগঠনের প্রতিনিধিয়ে এই প্রতিবাদের নেতৃত্ব বহন‌করেছিল। জাতীয় সংগঠন কয়টি এবং মিকির বামুণীর জনগনে‌প্রতিবাদ সাব্যস্ত করার পরে বিজেপি বিধায়ক জনের সমর্থনে এগিয়ে আসে বঢ়মপুর কেন্দ্রের একাংশ বিজেপি কর্মী। বিজেপি কর্মী সকলে গতকাল রাতে কঠিযাতলীতে জাতীয় সংগঠন কয়টির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে।এবং বিজেপি কর্মীরা সংগঠন কয়টির বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।বিজেপি কর্মীরা সংবাদ মাধ্যমের কাছে বলেন যে আমাদের উন্নয়ন লাগে।এইধরনের কথা বলে দায় সারা মন্তব্য করে বিধায়ক গোস্বামী জয়গান গেয়ে বিধায়ক গোস্বামী দোষ মুক্ত করার এক পরিকল্পনা ছাড়া আর কিছু না। বিভিন্ন জাতীয় সংগঠনের নেতারা জিতু গোস্বামী মুর্দাবাদ, দালালগিরী চলানো বন্ধকরা এই ধরনের শ্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করে তুলে।সিপিআই নেতা রাতুল বরাই বলেন যে জিতু গোস্বামীর অন্ধ সমর্থকের প্রতিবাদ‌ এবং রক্তে রাঙা চক্ষুকে জাতীয় সংগঠনে ভয় করেনা বলে মন্তব্য করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.