কাবুলে আবার সন্ত্রাসবাদীদের আক্রমণ হবে বলল হোয়াট হাউস,আমেরিকার ড্রোন হামলা
নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক: কাবুলের হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমান বন্দরের গেটে ও পাশে ব্যারণ হোটেলে ভয়ঙ্কর আত্মঘাতী জোড়া বিষ্ফোরনে মৃত্যুর সংখ্যা বেড়ে 100 ছুঁই ছুঁই,আহত প্রায় 150 জন।তারমধ্যে আমেরিকানদের সংখ্যা 13 বাকি শিশু মহিলা সহ আফগান নাগরিক আর সেনা।এবার আরও ভয়ঙ্কর সন্ত্রাসী আক্রমণ হবে বলে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিলেন।তিনি হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক মুখপাত্রকে এই সতর্কবার্তা দেন। প্রেসিডেন্ট বলেন আমেরিকা প্রস্তুত যোগ্য জবাব দেবে। 31 আগস্ট এর মধ্যে আমেরিকান সেনা প্রত্যাহারের ডেড লাইন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে।এখনো প্রায় 15 হাজার সেনা আছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন বর্তমান প্রেসিডেন্ট আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার না করলে এমন পরিস্থিতি সৃষ্টি হত না। হাক্কানি নেট ওয়ার্ক এর সদস্য এক জঙ্গি কে গ্রেফতার করা হয়ছে। আই এস আই এস কে এই বিষ্ফোরনের দায় স্বীকার করেছে। প্রেসিডেন্ট এর হুশিয়ারির পরই আমেরিকার ড্রোন হামলা জঙ্গিদের ডেরা লক্ষ্য করে। হতাহতের খবর পাওয়া যায় নি।








কোন মন্তব্য নেই