কাবুল হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমানবন্দরে গেটে ও পাশের হোটেলে বিস্ফোরণ 7 0 জন নিহত
ওয়েভ ডেস্ক: কাবুল হামদাদ কারজাই আর্ন্তজাতিক বিমান বিমান বন্দরের গেটে ও পাশের ব্যারণ হোটেলে ভয়ানক বিস্ফরণে প্রায় 70 জন নিহত হয়েছেআহত হয়েছেন প্রায় 150 জন। দায় স্বীকার করেছে আই এস আই এস কে বলে সংবাদ সূত্রে জানা গেছে।নিহতদের মধ্যে ভারতীয় কেউ নেই। 13 জন আমেরিকান আছে। বাকি সবাই তালিবান সেনা।আত্মঘাতী জোড়া আক্রমণে কাবুল কেঁপে উঠে। রাষ্ট্রসংঘ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।আমেরিকা যে কোন সময় তালিবান দের বিরুদ্ধে হামলা করতে পারে। তালিবান রাও এই ঘটনার নিন্দা করেছে। এদিকে তার আগে তালিবানের এক মুখপাত্র বলেছেন পাকিস্তান তাদের দ্বিতীয় ঘর। সবধরনের সমর্থন পাচ্ছে। আফগানিস্তান থেকে প্রানের ভয়ে যখন হাজার হাজার মানুষ বিমানবন্দরে ছুটে যাচ্ছেন।তখন তাদের উপর এই বর্বরোচিত আক্রমণ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তালিবান দের শক্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।পরিস্থিতি ভয়াবহ।প্রেসিডেন্ট বাইডেন গতকাল তালিবান দের কড়া ভাষাতে হুমকি দিয়ে বলেন এই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। 100 ছুঁতে পারে।








কোন মন্তব্য নেই