নন্দিতা শইকিয়া হত্যা মামলার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত, তদন্তের নজরদারির জন্য বিশেষ ডিজিপি জিপি সিং
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসম সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে একটি দ্রুতগামী
আদালত চাঞ্চল্যকর নন্দিতা শইকিয়া হত্যা মামলার শুনানি করবে।
গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর আসামের শিক্ষামন্ত্রী
রানোজ পেগু এই ঘোষণা দেন। তাছাড়া, আসাম মন্ত্রিসভা বিশেষ ডিজিপি জিপি সিংকে মামলার তদন্ত পর্যবেক্ষণের
নির্দেশ দিয়েছে। আসামের লখিমপুর জেলার কলেজ
ছাত্রী নন্দিতা শইকিয়া ম্যাসেটের আঘাতে গুরুতর জখম হয়েছিল, বুধবার সে আহত হয়ে মারা যান। আসামের ধেমাজি জেলার রিন্টু শর্মার হাতে শনিবার চক্রের
আক্রমণের পর আসামের ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র ডায়াগনস্টিক ও হাসপাতালে চিকিৎসা
চলছিল নন্দিতার। নন্দিতা ঢকুয়াখানার কাঠবাড়ি গ্রামের
বাসিন্দা। সে ধেমাজির মারিদাল কলেজের বিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নন্দিতাকে রিন্টু
শর্মার হাতে কুপিয়ে হত্যা করে। ইতোমধ্যে পুলিশ রিন্টু
সারমাকে গ্রেফতার করেছে। রিন্টু শর্মা ধেমাজির মারিদাল কলেজে কর্মচারী, যেখানে নির্যাতিতা ছাত্রী ছিল। এদিকে, লখিমপুর জেলার কলেজ ছাত্রীর হত্যাকারীর
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিরোধী কংগ্রেস নন্দিতা শইকিয়া। আসাম কংগ্রেস বলেছে, নন্দিতা শইকিয়ার মৃত্যু বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের
আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফল।









কোন মন্তব্য নেই