Header Ads

তারকা সাংসদ নুসরত জাহান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন

কলকাতা:তারকা সাংসদ নুসরত জাহান  মা হলেন,কোল আলো করে ফুট ফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন  বলেছেন "স্পার্ম" কার সেকথা বড় নয়। ফুট ফুটে সন্তানের জন্ম  দিয়েছেন সেটাই বড় কথা।  20 দশকে  "সিঙ্গল মাদারের "কনসেপ্ট সবাই মেনে নিয়েছে।  নুসরতের এক  ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার পর বিচ্ছেদ হয়ে যায়।  তৃণমূলের প্রভাবশালী সাংসদ নুসরত এই  বিয়ে অস্বীকার করেন। তিনি "সিঙ্গল মাদার 'কনসেপ্ট কে  আঁকড়ে ধরেন।  তারকা সাংসদ এক ফুটফুটে সন্তানের জন্ম দেওয়াতে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। সংবাদ জগৎ  বলেছে নিনা গুপ্তার পর  নুসরত এর সাহসী  সিদ্ধান্ত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আশীর্বাদ করেছেন। নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান।   অভিনেতা জশ দাশ গুপ্ত র  সঙ্গে নুসরতের দুস্টু মিষ্টি সম্পর্ক।,তিনি প্রথম নুসরত  এর  সন্তান হওয়ার খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানান।  তারকা সাংসদ সবকে  আর্শিবাদ করতে বলেছেন ছেলে যেন ভালো মানুষ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.