Header Ads

দেশের ১৫১ জন সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে

কলকাতা : দেশের বর্তমান ও প্রাক্তন ১৫১ সাংসদ ও  বিধাযকদের  বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। তার মধ্যে ৫৮ জনের মামলা গুরুতরতাদের আজীবন কারাবাস হতে পারে কিন্তু  মামলাগুলো ঝুলে আছে। সুপ্রিম  কোর্টকে বুধবার  স্পেয়াল সি বি আই আদালত  একথা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.