প্রজেকসেল ফাউন্ডেশন নারীদের মধ্যে স্বাস্থ্য সচেনতা গড়ে তুলছে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আমাদের দেশে ঋতু স্রাব বিভিন্ন কল্পকাহিনী এবং
নিষেধাজ্ঞার সাথে যুক্ত যা কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতার অভাব সৃষ্টি করে।
অপর্যাপ্ত মাসিক স্বাস্থ্যবিধি অনুশীলন মাসিক এবং প্রজনন নালীর সংক্রমণের সাথে
যুক্ত চাপের কারণ। যৌন সংক্রামিত সংক্রমণ এবং এইচআইভি/এইডস আমাদের সমাজে
খোলাখুলিভাবে আলোচনা করা হয় না কিশোর -কিশোরীদের তাদের প্রতি দুর্বল করে তোলে।
তুস্রাব এবং মাসিকের স্বাস্থ্যবিধি আমাদের সমাজের সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি যা আরও বেশি কথা বলা প্রয়োজন। আমাদের মধ্যে
অনেকেই আছেন যারা এখনও তুস্রাব এবং মেয়েদের তুস্রাবকে নিষিদ্ধ বলে মনে করেন।
প্রজেক্সেল ফাউন্ডেশন একটি গুয়াহাটি ভিত্তিক এনজিও
বেসরকারি সংস্থা মাসিক সচেতনতা অভিযানের উদ্যোগ নিয়েছে এবং মহামারী চলাকালীন
গুয়াহাটি শহরের সুবিধাবঞ্চিত Manpara এলাকায় বুধবার ২৫ আগস্ট ২০২১ স্যানিটারি ন্যাপকিনগুলি
দুর্বল মেয়ে এবং মহিলাদের মধ্যে ও খাদ্য বিতরণ অভিযান সফলভাবে সম্পন্ন করা
হয়েছে। প্রজেক্সেল ফাউন্ডেশন পরিচালক অভিজিৎ রায়, সীমা পুরকায়স্থ রায়,বিনা রায় এবং গীতাশ্রী
সরকার সঙ্গে আগ্রহী যুবক এবং তাদের আয়োজকদের নিয়ে সচেতনতা অভিযান খুব ভালভাবে
সম্পন্ন করা হয়েছিল।









কোন মন্তব্য নেই