Header Ads

হিলাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ কাটিগড়ায় ফের সংঘটিত হলো সড়ক দুর্ঘটনা। এতে জখম হয়েছেন দুজন অটো যাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার দুপুর ১২ টা নাগাদ কাটিগড়ার হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন ৬নম্বর জাতীয় সড়কের বাঁকে। কালাইনের দিক থেকে আসা পাথর বোঝাই ১০ চাকার একটি ট্রিপার সেখানে পৌছার পর বিপরিত দিক থেকে আসা পেট্রোল চালিত একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বিস্তারিত জানা না গেলেও অটোরিক্সাতে থাকা যাত্রীরা আহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.