Header Ads

নগাঁও জেলাতে কিডনি পাচার চক্রের হাদিস

সুনীল রায়, নগাঁও : নগাঁওয়ে মানব দেহের অংগ বিক্রী করার এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ্য এসেছে। মরিগাঁও জেলার ধরমতুলে একাংশ লোকে আর্থিক দৈনতার জন্য মানব দেহের অংগ বিক্রী করাঘটনার রাজ্যব্যাপী হওয়া প্রতিক্রিযা শেষ হতে না হতে এইবার নগাঁওতে একাংশ লোকে মানব দেহের অংগ বিক্রী করার ঘটনা প্রকাশ্য  এসেছে। এইবার নগাঁও শহরের কাছে হুজগাঁত্তে সাতজন করে লোকে নিজের কিডনী বিক্রী করার অভিযোগে করেছে অঞ্চলটির একটি সূত্রে জানতে দেত্তয়া মতে, একজন অভিযন্তাই একটি দরিদ্র পরিবারকে মাটি প্রদান করার বিনিময়ে কিডনী বিক্রী চক্রের কবলে পরে হুজগাঁওঅঞ্চলের চারজনকরে লোকবহিরাজ্যে কলকাতাতে আছে। উল্লেখ্য যে, মানব দেহের অংগ সরবরাহকারী চক্র একটি আর্থিক ভাবে দূর্বল একাংশ লোককে অর্থের প্রলোভন দিয়ে কিড়নী বিক্রী করে রমরমীযা ব্যবসায় অব্যাহত রেখেছে। মানবদেহের অংগ বিক্রীর ঘটনাই সমগ্ৰরাজ্যে ব্যেযপী হ ওয়ার সময়ে  নগাঁওতে একাংশ লোকে কিড়নী বিক্রী করা ঘটনাকে নিয়ে সচেতন মহলের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উক্ত ঘটনা সম্পর্কে  নগাঁও পুলিশে তদন্ত আরম্ভ করেছে বলে জানতে পারা গিয়েছে। পুলিশের সঠিক তদন্ততে কোন চক্র জড়িত হয়ে আছে এর প্রকৃত তথ্য প্রকাশ্য  হয়ে আসার সম্ভাবনা আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.