রোজকান্দিতে জলে ডুবে মৃত শিশুদের পরিবারের খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ রুমি নাথ
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ আলগাপুর বিধানসভার রোজকান্দি চা-বাগানের দুটি দরিদ্র পরিবারের তিনটি নাবালক শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনার খোঁজ নিলেন বড়খলার প্রাক্তন বিধায়ক ড: রুমি নাথ। বুধবার তাপাং ব্লকের নিহত দুটি পরিবারের খোঁজ নিয়ে কিছুটা আর্থিক সাহায্য তুলে দিয়ে প্রশাসনের কাছে এদের যথোপযুক্ত সাহায্য নিয়ে তদ্বির জানান তিনি। উল্লেখ্য, জলে ডুবে বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ঘটেছে গত রবিবার দুপুর একটা নাগাদ। এতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা তথা দুটি অসহায় দরিদ্র পরিবারে। জানা গেছে, এদিন সুনীল রবিদাস ও রবিয়া রবিদাস পাতি তোলার কাজে চা-বাগানে ছিলেন। সেসময়, সুনীল রবিদাসের পুত্র ঢাণ্ডামণি রবিদাস (১২) ও কন্যা ডিকি রবিদাস সঙ্গে রবিয়া রবিদাসের ছেলে অজয় রবিদাস (৯) বাড়ির কাছে একটি জলাশয়ে স্নান করতে গেলে একসাথে তিনজনের জলে ডুবে মৃত্যু ঘটে। আর এ ঘটনার খবর পেয়ে এদিন নিহত দুটি পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে যান রুমি নাথ।সংবাদমাধ্যমের কাছে এবিষয়ে সবিশেষ জানাতে গিয়ে প্রাক্তন বিধায়ক রুমি বলেন, দুটি পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়। ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কোনভাবে রাত কাটাচ্ছেন। নেহাত দরিদ্র পরিবারে এমন দূঃখজনক ঘটনায় তিনি মর্মাহত। এতে দুটি পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি, নিহতদের আত্মার চিরশান্তি কামনা করেন। দুটি পরিবার যাতে সরকারী তরফে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পায়, এ নিয়ে প্রশাসনের সাথে রুমি আলোচনা করেছেন বলে জানান।তবে, এ দূঃসময়ে অসহায় দুটি পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানাতে পারায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। তৎসঙ্গে, সবাইকে এদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার বার্তা দেন রুমি।
কোন মন্তব্য নেই