সাংসদ শান্তুনু সেনকে সাসপেন্ড
কলকাতাঃ সংসদে
কেন্দ্রীয় মন্ত্রী অস্বিনী বৈষ্ণবের
হতে থেকে এক বিবৃতি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলায় তৃণমুল সাংসদ শান্তুনু
সেনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভার ভাইস চেয়ারম্যান ভেঙ্কাইয়া
নাইডু সোমবার পর্যন্ত সেনকে সাসপেন্ড করেন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের সাংসদরা
বাংলার মুখ পোড়াচ্ছেন। পেগাসাস নিয়ে
সংসদে উত্তাপ বাড়ছে।









কোন মন্তব্য নেই