অলিম্পিকে সেই মেরিকম, মনপ্রিত ভারতের পতাকা বহন করলেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা সংক্রমণের মধ্যে প্রায় ৮০ জন খেলোয়াড় সংক্রমিত হওয়ার পরও আজ বিশ্বের শতাধিক দেশ টোকিও অলিম্পিকে মার্চ পাস্টে অংশগ্রহণ করল। ভারতের ১২৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মণিপুরের মেরিকম, মনপ্রিত সিং ভারতের পতাকা বহন করেন। অসমের একমাত্র বক্সার লাভলিনা বড়গোঁয়াই ছাড়াও মিরাবাই চানু, সৌরভ চৌধুরী, নিরোজ চোপড়া, পি বি সিন্ধু, দীপিকা কুমারী, অমিত পাংহাল বজরং পুনিয়া, এম সি মেরিকম প্রমুখ অংশগ্রহণ করেন। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে টোকিও যান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সফলতা কামনা করেন। কাল অসমের বক্সার লাভলিনা রিঙে নামবেন, তার সফলতা কামনা করে অসমের প্রতি ঘরে প্রদীপ জ্বালাবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।









কোন মন্তব্য নেই