Header Ads

বদরপুরে সীমান্ত চেনতা মঞ্চের কমিটি পুনর্গঠন

সুব্রত দাস, বদরপুর : বদরপুরে সীমান্ত চেনতা মঞ্চের নগর কমিটি পুনর্গঠন করা হল। বদরপুরঘাট রামকৃষ্ণ আখড়ায় জেলা সভাপতি গৌতম দে-র পৌরোহিত্য সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে এস মনিহার,সহ-সভাপতি স্বপ্নজিৎ নাথ,দয়াল চন্দ্র শর্মা,সাধারণ সম্পাদক শিবন কর, নিতানন্দ  ভট্টাচার্য,রুপু রায়,অর্থ সম্পাদক অর্জুন দেবনাথ,খেল প্রমুখ প্রিতম মালাকার, সৎসঙ্গ প্রমুখ ত্রিদীব দাসকে নিযুক্তি দেওয়া হয়। এবার সীমন্ত চেতনা মঞ্চের বদরপুর নগর কমিটির উন্নয়নমুলক কাজে সচেষ্ট থাকবে বলে প্রকাশ জাহির করেন জেলা সভাপতি ও রাজ্যে সহ-সভানেত্রী মহেশ্বতা চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন সম্পাদক বাপী সেন,শাশ্বতী চক্রবর্তী,কার্তিক ধর প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.