সারা বিশ্বে আবার বাড়ছে করোনা ,ভারত বাতিক্রম নয়
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সারা বিশ্বে আবার করোনা সামান্য হলেও বাড়ছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজধানি ঢাকা মহানগরে কেউ কোভিড বিধি মানছে না। কারফিউ বলবৎ করা হবে। মুখে মাস্ক, দূরত্ব বিধি মানছে না, ভারতেও একই অবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, একটি ভুল মারাত্বক হতে পারে। কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্র আবার ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। গত ২৪ ঘন্টায় দেশে ৩৪ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। কমলেও দেশের কেরল, মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে বাড়ছে। অসমে ৫ জেলাতে পূর্ণ কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অসমে ২৪ ঘন্টায় ২৬৪৪ জন আক্রান্ত হয়েছে। আর্ন্তজাতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে, চীনের উহানের পশুর মাংস বাজার থেকে ১৭ বছর আগে সার্স -কোভি ২ ছড়িয়ে ছিল। তা প্রাণীর দেহে সংক্রমিত হয়, পরে প্রকৃতি থেকে মানুষকে ধরেছে। চীন তা বরাবর অস্বীকার করেছে।
কোন মন্তব্য নেই