Header Ads

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ভূপেন বরা, কার্যকরি সভাপতি পদে কমলাক্ষ্য সহ দুজন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নিখিল ভারত কংগ্রেস কমিটি আজ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে  ভূপেন বরাকে  দায়িত্ব দিলেন।  তিন জনকে কার্যকরি সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, বরাকের  একমাত্র প্রতিবাদী কণ্ঠ উত্তর করিমগঞ্জর কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে  পুরকায়স্থ, জাকির  হোসেন শিকদার এবং রানা গোস্বামীকে এই পদ দেওয়া হয়েছে। নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবির পর সভাপতি রিপুন বরা নৈতিক দায়িত্ব গ্রহণ করে পদত্যাগ করেন। সভাপতির পদ শূন্য পড়ে ছিল। নিখিল ভারত কংগ্রেস কমিটির  সাধারণ সম্পাদক কে সি  ভেনুগপাল এই নির্দেশে স্বাক্ষর করেন। নবনিযুক্ত সভাপতি ভূপেন বরা বলেন, তার মত একজন তৃমূল   পর্যায়ে  কর্মীকে সভাপতি পদে বসানোর জন্যে তিনি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এআই সি সি  রানা ও ভূপেন বরাকে সম্পাদকের পদ থেকে অব্যাহত দিয়েছে।  বিদায়ী সভাপতি  রিপুন বরার কাজের প্রশংসা করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.