Header Ads

এন ই সি কে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র : অমিত শাহ

নয়া ঠাহর প্রতিবেদন, শিলং :  উত্তর-পূর্ব পরিষদ বা এন ই সি কে বছরে  কেন্দ্রীয় সরকার লাখ ৬৫ হাজার কোটি টাকা দিয়েছে বলে জানালেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলঙে  উত্তর-পূর্বর মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানদের বৈঠকে অমিত শাহ বলেন 8রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি   যথেষ্ট করেছেন। রাজ্যাকে অষ্ট লক্ষ্মী বলে বর্ণনা করে  বিমান, সড়ক, স্থল যোগাযোগ ব্যবস্থা সুগম করেছেন।   উপগ্রহের মাধ্যমে  অসমের বন্যা সমস্যা সমাধানের  চেষ্টা করবে। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নাদ সাংমার সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। দুই রাজ্যে ১২ টি বিতর্কিত সীমানা আছে। তা নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে ফের বৈঠক হবে। অমিত শাহ  অসমে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির ক্ষতিপূরণ হিসাবে লক্ষ টাকা করে দেওয়ার সূচনা করবেন।কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডি, মহাকাশ গবেষণা মন্ত্রী জিতেন্দ্র সিং, ইসরোর  অধ্যক্ষকে শিবম প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের প্রায় হাজার কিলো মিটার আদ্রভূমি র গতি প্রকৃতি   মহাকাশ  থেকে সার্ভে করে বন্যা সমস্যা সমাধান করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.