কান্দির প্রথমা রুমানা সুলতানা ডাক্তার হতে চান
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা : রাজ্যে
কান্দির গর্ব রুমানা সুলতানাকে নিয়ে
জোর চর্চা চলছে। করোনা সক্রমণের
মধ্যে কোনো গৃহ শিক্ষক না রেখে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। ৫০০ নম্বরের
মধ্যে ৪৯৯ নম্বর
পেয়েছেন। বিজ্ঞান নিয়ে পড়াশুনা, মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান লাভ করেছিলেন। কান্দি জেল রোড
এলাকায় ভাড়া থাকেন। বাবা রবিউল শিক্ষক, মাও
শিক্ষিকা, আদি ঘর
ভরতপুর। কান্দির রাজ পরিবারের সন্তান বিমল চন্দ্র সিংহের বাবা রাজা
মনিন্দ্র চন্দ্র সিংহ ১৯৪০ সালে
বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মনিন্দ্র
চন্দ্র বালিকা উচ্চ-মাধ্যমিক
বিদ্যালয়ে প্রথম থেকে রুমানা পড়ছেন। পরিবার সূত্রে জানা গেল, রুমানা খুব জেদি প্রকৃতির মন হলে
পড়বো নতুবা নয়। তার
প্রিয় খাবার ডিম ভাত। আর
মাঝে মাঝে মায়ের হাতের চিকেন বিরিয়ানি চাই, গরিবে মানুষের জন্যে কিছু করার ইচ্ছা আছে। তাই সমাজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে সমাজের
সেবা করতে চান রুমানা সুলতানা। কান্দির অনেক সংগঠন তাকে সম্বোধনা দিতে চাইছে।









কোন মন্তব্য নেই