পিএম কিষাণ হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বীকার কৃষিমন্ত্রী অতুল বরার
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় প্রধানমন্ত্রী কিষাণ হিতাধিকারী বাছাই করার
ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেকথা কৃষিমন্ত্রী অতুল বরা খােলাখুলি স্বীকার
করে নেন। তিনি বলেন, বৃহৎ সংখ্যক সরকারি
কর্মচারীকে এনআরসি-র কাজে লাগানাের ফলে পিএম কিষাণ হিতাধিকারী বাছাইয়ের
ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। তা
ধরে ফেলার সঙ্গে সঙ্গে বরপেটা এবং মরিগাঁওয়ের দু’জন কৃষি অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ৯৩ জনের বিরুদ্ধে
বিভিন্ন পর্যায়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ডাটা এন্ট্রির একজন অপারেটরকে ছাটাই
করা হয়েছে। মন্ত্রী জানান, বরপেটা, মরিগাঁও, ধুবড়ি, নগাঁও কৃষি অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার
নির্দেশ দেওয়া হয়েছে। অযােগ্য হিতাধিকারীদের অনুদানের কিস্তি বন্ধ করে দেওয়ার
নির্দেশ দেওয়া হয়েছে।
ওদিকে, বিধানসভায় করিমগঞ্জের কংগ্রেস সদস্য কমলাক্ষ্য দে
পুরকায়স্থ করিমগঞ্জ জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের জোরালাে দাবি জানান। তিনি
বাংলাতে তাঁর ভাষণে অভিযােগ করেন, গত তিনটি বাজেটে সরকার
বলেছিল, মেডিক্যাল কলেজ স্থাপন করা
হবে। তা আজও হল না। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত প্রতিশ্রুতি দেন মেডিক্যাল কলেজ
স্থাপন করা হবে। কিন্তু নির্দিষ্টভাবে তিনি কোনাে সময় নির্দিষ্ট করতে পারেননি।
কমলাক্ষ্য বরাকের নদীগুলির ড্রেজিং না করার জন্য কুশিয়ারা, লংঙাই নদীর গভীরতা কমে গেছে। আগে কুশিয়ারা দিয়ে বাংলাদেশ
থেকে খাদ্য সামগ্রী আমদানি করা হতাে। জল সম্পদ মন্ত্রী পিযুষ হাজরিকা তিনি
ভবিষ্যতে। বন্যা ও ধ্বস প্রতিরােধ করে নদীগুলি খননের আশ্বাস দেন।
কোন মন্তব্য নেই