Header Ads

অধিকাংশ সংবাদপত্র প্রচার সংখ্যা অস্বাভাবিকহারে বাড়িয়ে দেখিয়েছে, অভিযোগ সাংবাদিক সংগঠনগুলির

 নূন্যতম বেতন, নিয়গপত্র, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি অধিকাংশ ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ

 

  গুয়াহাটি : আজ বিধানসভায় তথ্য ও জনসংযােগ বিভাগের মন্ত্রী পিযুষ হাজরিকা জানান, অসমে ১৩টি অসমীয়া সংবাদপত্র, ৯টি ইংরেজি সংবাদপত্র, ৬টি বাংলা সংবাদপত্র, ৬টি হিন্দী সংবাদপত্র এবং ৩টি বড়াে ভাষা সংবাদপত্র জনসংযােগ বিভাগের অনুমােদিত সংবাদপত্রগুলি বিজ্ঞাপনের টাকা পেয়ে থাকে। তাঁর লিখিত জবাব থেকে জানা যাচ্ছে, গত পাঁচ বছরে বাংলা সংবাদপত্রদৈনিক যুগশঙ্খবিজ্ঞাপন হিসেবে পেয়েছে ৪,৪৪,০১,৩০৬.০০ কোটি টাকা পেয়েছে।দৈনিক সাময়িক প্রসঙ্গপেয়েছে ২,৫৭,৮৩,২৬৯,৬৪ কোটি টাকা পেয়েছে। দৈনিক প্রান্তজ্যোতি পেয়েছে ১,৫১,৮৫,৯৫০.০০ কোটি টাকা। দৈনিক নববার্তা প্রসঙ্গ পেয়েছে ১,৮৬,৯৮,৩৭০.০০ কোটি টাকা।দৈনিক গতিপেয়েছে ৩৮,৭৯,৬১৫.০০ টাকা।দৈনিক অবিচারপেয়েছে ১৯,৬২,২৪২.০০টাকা। দৈনিক যুগশঙ্খ ছাড়া এই সংবাদপত্রগুলি বরাক উপত্যকা থেকে প্রকাশিত হয়। অধিকাংশ সংবাদপত্র প্রচার সংখ্যা অস্বাভাবিকহারে বাড়িয়ে দেখিয়েছে বলে সাংবাদিক সংগঠনগুলি অভিযােগ করেছে। সাংবাদিকদের নূন্যতম বেতন, নিয়ােগপত্র, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি অধিকাংশ ক্ষেত্রে বঞ্চনার অভিযােগ আছে। দৈনিক যুগশঙ্খ সিএ-র রিপাের্ট উল্লেখ করে সরকারকে জানিয়েছে তাদের সার্কুলেশন হচ্ছে ৩৭২৭৪ কপি। দৈনিক নববার্তা প্রসঙ্গ ৬১৮৪০টি কপি। দৈনিক সাময়িক প্রসঙ্গ ৪৪১০০, দৈনিক প্রান্তজ্যোতি ৩৯২১৬টি কপি, গতি ৩৫২৮৮টি কপি, দৈনিক অবিচার ২৫৩০০টি কপি। রাজ্যের প্রথম শ্রেণির ইংরেজি দৈনিক দ্য আসাম ট্রিবিউন পাঁচ বছরে। বিজ্ঞাপন পেয়েছে ১৩,৮০,৭১,০৭৭.০০কোটি টাকার। দ্য ইস্টার্ন ক্রনিকেল পেয়েছে ৬৪,১৬,০১৩.০০ কোটি টাকার বিজ্ঞাপন। দ্য আসাম ট্রিবিউনের সার্কুলেশন। হচ্ছে ৪,৯৯৪৫। দ্য ইস্টার্ন ক্রনিকেলের সার্কুলেশন হচ্ছে ৩৪৬৮২। প্রথম সারির অসমীয়া দৈনিক অসমীয়া প্রতিদিন বিজ্ঞাপন পেয়েছে ৫,০৩,৪৪,৩৬৩.০০ কোটি টাকার এবং সার্কুলেশন হচ্ছে ৭৯৪২৪ কপি। নিয়মীয়া বার্তা বিজ্ঞাপন পেয়েছে ৫,০৩,৪৪,৩৬৩.০০ কোটি টাকা এবং সার্কুলেশন হচ্ছে ৮০২৭২কপি। অসমীয়া খবর বিজ্ঞাপন পেয়েছে ৩,৮৬,০৪,১৬৩.০০ কোটি টাকা এবং সার্কুলেশন হচ্ছে ১০২৬৭৬ কপি। তথ্য ও জনসংযােগ মন্ত্রী পিযুষ হাজরিকা বিধানসভায়। জানান, ৮ হাজার টাকা পেনশন পাওয়া সাংবাদিকদের ২ হাজার টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। তাদের সরকারি চিকিৎসার সুনিশ্চিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.