Header Ads

কিডনি চক্রের পর মানুষের লিঙ্গ বা পেনিস কেটে হিজড়া তৈরির চক্র ধরা পড়ল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের   মরিগাঁও জেলার ধরমতুলের   নামে  গ্রামের প্রায় ৪০ জন নিজেদের   কিডনি বিক্রি করেছে। কলকাতার একটি বিখ্যাত নার্সিং হোম  অপারেশন হয়েছে। আজও জন অপেক্ষা করছে। প্রত্যেক ব্যক্তি দালালদের মাধ্যমে কলকাতা গিয়েছে। তাদের হাতে ২/৩ লাখ ধরিয়ে দেওয়া হয়েছে।  মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে গুয়াহাটির কয়েকজন ব্যাক্তিকে দিল্লি নিয়ে গিয়ে তাদের লিঙ্গ কেটে ফেলে  তৃতীয় লিঙ্গের  হিজড়া বানিয়ে গুয়াহাটি সহ উত্তরপুরবাঞ্চল শহরগুলোতে ব্যবসা করায়। বরাকের বিভিন্ন গ্রামে, নিম্ন অসমে   গুয়াহাটির পাণ্ডু মালিগাঁও অঞ্চলে এদের অপরাধাজনিত কাজের খবর পেয়েছে পুলিশ। গুয়াহাটি মহানগরের পুলিশ  কমিশনার  মুন্না প্রসাদ গুপ্তাকে সরিয়ে  কড়া ধাতের পুলিশ অফিসার হরমিত সিংকে এই  পদে বসানো হচ্ছে।  এবার গুয়াহাটির সব  অপরাধ জনিত কার্যকলাপ কড়া হাতে দমন করবেন নতুন পুলিশ কমিশনার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.