ধলছরা ১ম খণ্ডে বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে কোভিড টীকাকরণ শিবির
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে রবিবার একটি কোভিড টীকাকরণ শিবির আয়োজিত হলো ধলছড়া ১ম খণ্ডের ১৫৩৩ নং নীলছড়া কলোনি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। টীকাকরণ শিবিরে সকাল ৯ ঘটিকা হইতে প্রতিষেধক প্রদান করা হয়। শিবিরে ২০০ জনকে কোভিশিল্ড এর প্রথম ডোজ ও ৫০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানান এএনএম জ্যোৎস্না দত্ত। এদিনের টীকাকরণ শিবিরের পরিচালনায় ছিলেন গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির সম্পাদিকা নমিতা দে, সেউতি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা লাভলী সূত্রধর, নৃপেন্দ্র সূত্রধর, অশোক দাস, সন্তোষ রায় প্রমুখ। শিবিরটি আয়োজন করতে বিশেষ সহায়তার জন্য বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মনসুর আলমকে ধন্যবাদ জনান গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির কর্মকর্তারা।









কোন মন্তব্য নেই