Header Ads

বিকাশের জন্যে আন্দোলনের প্রয়োজন নেই বললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

অমল গুপ্ত, গুয়াহাটি : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে   প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, অসমে এখন  আন্দোলন  সন্ত্রাসবাদ শেষ হয়েছে সার্বিক উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি  উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ অগ্রাধিকার  দিয়েছে।  আগে আন্দোলন না  করলে উত্তর-পূর্বাঞ্চলকে কিছু  দেওয়া হত না। এখন  মোদীজির  শাসনে   বিকাশের জন্য    আন্দোলন করতে হয়না। তিনি বলেন,  সর্বানন্দ  দিল্লিতে ক্যাবিনেট মন্ত্রী অসমে হিমন্তজী মুখ্যমন্ত্রী, অসমের ডাবল  ফায়দা হল। উত্তর-পূর্বাঞ্চলকে  বিজেপি সরকার  বিশেষ অগ্রাধিকার  দিয়েছেগত   সাড়ে ছয় বছরে প্রধানমন্ত্রী ৩৫ বার সফর করেছেন। অমিত  শাহ    শিলং এ আসাম রাইফেলস এর প্রস্তাবিত  এক বনাঞ্চলের সূচনা করেন এই প্রকল্পে 100 কোটি টাকা কেন্দ্র দেবে।      দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি তে সেখানকার জল  সরবরাহের জন্যে কেন্দ্র 25 কোটি টাকা দেবে। কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত  শাহ  চেরাপুঞ্জির  রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলেন   শ্রদ্ধা জানাতে। গুয়াহাটি র দুই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ছাড়াও  বিধানসভার   স্পিকার বিশ্বজিৎ  দৈমারী ,   ইউ পি পি  এল প্রধান  প্রমোদ  বড়ো,  স্বাস্থ্য মন্ত্রী কেশব  মহন্ত  প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.