কথায় কবিতায় "বাংলার জনরব"এর আর্ন্তজাতিক সাহিত্য উৎসব
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গতকাল রবিবার 'কথায় কবিতায়' অনুষ্ঠিত হলো 'বাংলার জনরব সাহিত্য ম্যাগাজিন' এর আন্তর্জাতিক ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠান। ভারতীয় সময় সন্ধ্যা ৭ থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলাদেশ, অসম এবং পশ্চিমবঙ্গের কতিপয় কবি সাহিত্যিক। 'বাংলার জনরব' এর সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলামের উপস্থাপনায় এবং সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত কবি-সাহিত্যিক হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন বিশিষ্ট কবি অধ্যাপিকা ফারহানা শারমিন জেনী, কবি ও 'নতুন এক মাত্রা' সাহিত্য ম্যাগাজিনের সহ সম্পাদক শাহাদাত সরকার।অসমের গুয়াহাটি থেকে অংশ নিয়েছিলেন বিশিষ্ট কবি ও এই সময়ে উত্তরপূর্বাঞ্চলের জনপ্রিয় লিটিল ম্যাগাজিন ' সংলাপ' এর সম্পাদক তুষার কান্তি সাহা এবং কবি দীপিকা বিশ্বাস। পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছিলেন কবি অধ্যাপিকা ড: মনীষা চক্রবর্তী এবং যশস্বী কবি অধ্যাপিকা যূথিকা পান্ডে। সবার পরিবেশিত সুনির্বাচিত কবিতা ও কথার পাশাপাশি ড: মনীষা চক্রবর্তীর মায়াবী কন্ঠে নিবেদিত দুখানি রবীন্দ্র সংগীত ছিল অনুষ্ঠানে অনন্যতার দাবিদার। আমন্ত্রিত কবি সাহিত্যিক প্রত্যেকেই তাঁদের নিজস্ব মতামতে আন্তরিকভাবে আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কোরোনা কালে এ ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্বাগত এবং সমাপণ ভাষণ প্রদান করেন 'বাংলার জনরব' এর কর্ণধার সেখ ইবাদুল ইসলাম।









কোন মন্তব্য নেই