শ্যামাপ্রসাদ মুখার্জীর নাম নিয়ে ইতিহাসকে বিকৃতি করছেন মুখ্যমন্ত্রী : রিপুন বরা
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শ্যামা প্রাসাদ মুখার্জী কলকাতা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসে অসমিয়া
ভাষা চালু করেছিলেন। তা ইতিহাস বলছে। তবে অসমে এসে অসমিয়া ভাষাকে বাধ্যতামূলক করার
পরামর্শ দিয়েছিলেন শ্যামা প্রাসাদ, সে ব্যাপারে কোনো ইতিহাস
নেই। প্রদেশ
সভাপতি রিপুন বরা তাই আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে
খণ্ডন করে বলেছেন,
মুখ্যমন্ত্রী ইতিহাসকে বিকৃতি করছেন। রিপুন বরা বলেন, অসমের সঙ্গে শ্যামাপ্রসাদের কোনো সম্পর্ক ছিল
না। অসমে এসে অসমিয়া ভাষা নিয়ে কোনো পরামর্শ দেননি। কৃষক নেতা বিধায়ক অখিল গগৈও একই কথা বলেন।
কোন মন্তব্য নেই