Header Ads

দেশের ৮০ টি জেলাতে গত সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে, তারমধ্যে ৪ জেলা অসমে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের ৮০টি জেলাতে গত সাতদিনে  করোনা সংক্রমণ বেড়েছে তার মধ্যে চার জেলা অসমের। জাতীয় পর্যায়ে এক সমীক্ষায়  এই  কথা জানা গেছে। বর্তমানে অসমে সাত জেলাতে ফুল কন্টেনমেন্ট  জোন, গুয়াহাটি মহানগর সহ কামরূপ মেট্রো জেলাতে  লকডাউন শিথিল করা হলেও  সংক্রমণ বেড়ে যাচ্ছে। মানুষ মাস্ক পড়ছে না, দূরত্ববিধি মানছে না। গত ২৪ ঘন্টায়  রাজ্যে প্রায় ২৫০০ আক্রান্ত হয়েছে। গুয়াহাটি  মহানগরে ২০০ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। কামরূপ জেলার মেট্রোর ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু আজ সন্ধ্যায় পথে নেমে কারফিউ  প্রভাব  দেখছিলেন। মানুষ টা কারফিউর পরও পথে নামছে। সন্ধ্যা  ভ্রমণ, ভোর টা পর্যন্ত কারফিউ-এর মেয়াদ শেষ হবার আগে প্রাত   ভ্রমণ   চলছেই  বন্ধ হচ্ছে না। সরকার বাধ্য হয়ে একটাস্ক ফোর্স গড়ে মানুষকে সজাগ করার চেষ্টা করছে। মন্ত্রী বিমল বরা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, মন্ত্রী  পীযুষ হাজারিকা প্রমুখ পথে নেমে মানুষকে করোনা থেকে সাবধান ও সতর্ক করছে। হাজারিকা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে সেনা বাহিনীকে   নামানো হবে। ফ্লাগ মার্চ   করা হবে। রাজ্যে আজ আইন ভঙ্গকারীদের ধরে জরিমানা করা হয়েছে। রাস্তায় কান ধরে  উঠা বসা করান হয়। তারপরেও মানুষ মানছে না। আবার গুয়াহাটিতে ফুল লকডাউন  দেওয়া হতে পারে বলে জেলা প্রশাসন  কলকে সতর্ক করে দিয়েছে।,





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.