কয়েকশো কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিবেশী রাজ্য থেকে নিয়ন্ত্রিত হয় সিংহভাগ মাদক দ্রব্য : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
অমল
গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় অগপর ফণীভূষণ চৌধুরীর প্রশ্নের
জবাবে মুখ্যমন্ত্রী জানান, কয়েকশো কোটি
টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। তিনি
বলেন, প্রতিবেশী রাজ্যগুলো থেকে পুলিশি তদন্তে জানা যায়, প্রতিবেশী
রাজ্য থেকে নিয়ন্ত্রিত হয় সিংহভাগ মাদক দ্রব্য। তার মধ্যে বেশির ভাগ হেরোইন বা ব্রাউন সুগার, মেথামফেটামাইন
টেবলেট ইত্যাদি। মায়ানমার, লাওস, থাইল্যান্ডের সংযোগী অঞ্চল যা সোনালী ত্রিভূজ বলে পরিচিত। সেখানে এই বেআইনি মাদক
সামগ্রী উৎপাদিত হয়। মণিপুর, মিজোরাম সীমান্ত হয়ে অসমে প্রবেশ করে এবং অসম
থেকে ভারবর্ষের বিভিন্ন প্রদেশে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করা
ফেনসিডাইল, করেক্স, এসকফ
প্রভৃতি কফসিরাপ তথা এই ধরনের ওষুধ ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসমে প্রবেশ করে।
এছাড়াও অসমের প্রতিবেশি রাজ্য মণিপুর, ত্রিপুরা, অরুণাচল
প্রদেশ প্রভৃতি রাজ্যে গাঁজা উৎপাদিত হয়। যা বিভিন্ন বেআইনি পথে অসমে প্রবেশ করে।
যার কিছু অসমে বিক্রী হয় বাকিসিংহভাগ অসমের বাইরে পাচার করা হয়। তিনি জানান,
রাজ্যে একাংশ যুবপ্রজন্মের মধ্যে মাদক সেবনের প্রবণতা লক্ষ্য করা
গেছে। এই মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ করা না গেলে যুব সমাজ ব্যাপকভাবে পঙ্গু হয়ে
পড়বে।
অন্যদিকে, বিধানসভায় প্রশ্নোত্তর
পর্বে কংগ্রেসের ভরতচন্দ্র নরহর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী বিমল ব্রা
জানান, রাজ্যে ৩০ জুন পর্যন্ত রাজ্যে মোট বিদ্যুৎ গ্রাহক ছিল ৬৪,০৪,৪৮০ জন।
পিক আওয়ারে বিদ্যুতের প্রয়োজন ২
হাজার মেগাওয়াট। তার মধ্যে অসম শক্তি উৎপাদন নিগম (এপিজিসিএল) উৎপাদন করে ২৪৫
মেগাওয়াট। আজ বিধানসভায় আমিনুল ইসলামের এক প্রশ্নের
জবাবে শ্রম কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষাণ জানান, ব্রহ্মপুত্র
উপত্যকায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ২০৫ টাকা এবং বরাক উপত্যকায় শ্রমিকদের দৈনিক
মজুরি ১৮৩ টাকা।
এদিকে, বিরোধীরা
অভিযোগ করেন, রাজ্যে
শাক-সজি পেঁয়াজের থেকেও বেশি সস্তা হয়ে গেছে মানুষ কিডনি। মরিগাঁও জেলার ধরমতুলা
গ্রামের কিডনি চক্রের প্রসংগ তোলেন।
সেই গ্রামে প্রায় ৩০টি কিডনি বিক্রি করার অভিযোগ উঠেছে কলকাতার এক নার্সিং হোমে। সেইনার্সিং হােমে অপারেশনগুলি করা হয়েছে।
সেই অভিযোগ পেয়ে
অসম সরকার মরিগাঁও জেলার ডিসি, এসপিদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
দিয়েছেন বলে তথ্য ও সংযোগ
বিভাগের মন্ত্রী পিযুষ হাজরিকা জানান।
কোন মন্তব্য নেই