সীমিত পরিসরে রথ যাত্রা পালন বদরপুরে
সুব্রত দাস, বদরপুর : করোনা প্রবাহের জন্য গতবারের মত এবারও সীমিত পরিসরে কোভিড বিধি মেনে বদরপুরে ঘাটে পালন হল রথ যাত্রা উৎসব। বদরপুর ঘাট রাধা কৃষ্ণ আখড়া মন্দির পরিসরে ভগবান জগন্নাথের পূজা হয়। বদরপুরে সর্বত্রই ছোট পরিধির মধ্যে হচ্ছে রথযাত্রা। আগের বছরগুলির মতো জৌলুস নেই এবার। হাতে গোনা কয়েকজন ভক্ত দিয়েই পূজা অর্চনা করা হয়। করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছু শিথিল হলেও জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে মাক্স পরিধান করে উৎসব পালন করা হয় বদরপুরে।
কোন মন্তব্য নেই