কান্দির রুমানা সুলতানা উচ্চমাধ্যমিক পরীক্ষাতে প্রথম স্থান পেয়েছেন
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুর্শিদাবাদের গর্ব কান্দি মনিন্দ্র
চন্দ্র গার্লস স্কুলের ছাত্রী রুমানা সুলতানা এবার উচ্চ মাধ্যমিক  পরীক্ষায়  প্রথম স্থান পেয়েছে। ৫০০  নম্বরের 
মধ্যে রুমানা ৪৯৯  নম্বর
পেয়েছেন। তার
বাবা ভরতপুর গইসাবাদ  হাই  স্কুলের
প্রধান শিক্ষক। তার মাও শিক্ষিকা। সংখ্যালঘু পরিবারের মেধাবী ছাত্রী 
 সুলতানা এর আগে 
মাধ্যমিকে পঞ্চম স্থান পেয়েছিলেন। তার সফলতায় কান্দিবাসী  খুশি 
 হয়েছে।









  
  
কোন মন্তব্য নেই