Header Ads

ঐতিহাসিক বদরপুরঘাটের শীতলা পুজা চার দিনে পুজা একদিনে

সুব্রত দাস, বদরপুর : করোনা আবহের জন্য বদরপুরঘাটের ঐতিহাসিক শীতলা মন্দিরের পূজা চারদিনের পুজা এক দিনে শেষ করল মন্দির পুজা কমিটি শনিবারে। গত বছরও ঠিক তেমনি করোনা প্রার্দুভাবের জন্য চার দিনের পুজা এক দিনে করা হয়েছিল। পুজোয় সীমিত সংখ্যক ভক্তদের নিয়ে পুজা অর্চনা করা হয়। নেই কোন ঢাক,সাউন্ড সিস্টেমের গান বাজনার আওয়াজ। শুধু পুরোহিত দ্ধারা পুজো মন্ত্র পাঠ। ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে নানা রোগভোগের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে মানুষকে। তাতে জীবনের নানা ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নানা দেবদেবী। একদিকে অক্সিজেন ও ভ্যাকসিনের অভাব অন্যদিকে সংক্রমণ,এই আবহে অনেককেই বলতে শোনা যাচ্ছে,এখন তাহলে ভগবানই ভরসা ! রোগ-প্রতিরোধ বা নিরাময়ের হদিশ এখনও অধরা। অভূতপূর্ব সঙ্কট থেকে উদ্ধার পেতে তাই শেষ আশ্রয় সব অগতির গতি ভগবান।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.