ক্রিকেটার যুব রাজ সিং অসমকে কোভিড আক্রান্ত শিশুদের হাসপাতালের বেড দেবেন
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : ক্রিকেটার যুবরাজ সিং তার যুবরাজ
ফাউন্ডেশন গুয়াহাটি মেডিক্যাল কলেজ, ডিব্রুগর
মেডিক্যাল কলেজ এবং শিলং
মেডিক্যাল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার বেড দেবেন। শিশুদের কোভিড,
ক্যানসার চিকিৎসার জন্যে অক্সিজেন যুক্ত
আই সি আই সি ইউ বেড দেবেন বেল জানা গেছে। যুবরাজ তিনি নিজেই ক্যান্সার
আক্রান্ত ক্রিকেটে খেলোয়ার।
কোন মন্তব্য নেই