"বাংলা সাহিত্য সভা,অসম", বরাক ব্রহ্মপুত্র উপত্যকাতে আলোড়ন সৃষ্টি করেছে
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি: অসমের বাঙালিদের অভিভাবক নেই, অনাথ, নেতা মন্ত্রী নেই। আছে শুধু দালাল। এই বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে বরাক ব্রহ্মপুত্রর সীমারেখা ছিলই, কোনোদিন এক বিন্দুতে উপনীত হতে পারেনি। দুই বাঙালি এক হতে পারেনি। সমস্ত বাঙালিকে এক ছায়া ঘন গাছের তলে বসতে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন অসমিয়া বাঙালি উভয় জন গোষ্ঠীর নিকট জন অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী। উভয় জনগোষ্ঠীর মানুষ , উভয় উপত্যকার বাঙালি নিজেদের মনের কথা উজাড় করে দেবে। তার শ্রদ্ধার আসন পেতে দিলেন কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.প্রশান্ত চক্রবর্তী। যিনি অসমিয়া- বাংলাভাষাতে শক্তিশালী কলাম লেখকও । তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বাংলা সাহিত্য সভা ,অসম নিয়ে উভয় উপত্যকাতে জোর চর্চা চলছে। আসাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত সুন্দর লোগো এঁকে দিয়েছেন। সম্প্রীতির লোগো সদ্ভাবের সব গুন সমৃদ্ধ।সত্তা ও সমন্বয়ের সাঁকো। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী নয়া ঠাহরকে জানালেন নতুন কমিটি দুই উপত্যকাতে খুব সাড়া ফেলেছে। আগামী রবিবার গুয়াহাটি পল্টন বাজার বেঙ্গলি হায়ার সেকেন্ডারি বিদ্যালযে প্রথম পরিচয় পর্ব সভা আয়োজনের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই