অসমে ভ্যাকসিন আবণ্টন বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
কোভিড পরিস্থিতির পর্যালোচনার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্স
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি
: উত্তর-পূর্বাঞ্চলের কোভিড-১৯ পরিস্থিতির
পর্যালোচনার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আটটি রাজ্যের
মুখ্যমন্ত্রীদের সঙ্গে আয়োজন করা ভিডিও কনফারেন্সে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
শর্মাও অংশগ্রহণ করেন।
ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী কোভিড অতিমারীর দ্বিতীয়
ঢেউয়ের সময়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে
ধন্যবাদ জ্ঞাপন করেন। কোভিডের বিরুদ্ধে অসম ভাল ফল প্রদর্শন করেছে বলে উল্লেখ করে
মুখ্যমন্ত্রী রাজ্যের চা বাগান অঞ্চলগুলিতে এই রোগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার প্রতি
আলোকপাত করেন। চা বাগান এলাকাগুলোতে এই রোগ নিয়ন্ত্রণের জন্য নেওয়া পদক্ষেপের
সঙ্গে বাগানের সকলকে টিকাকরণের জন্য নেওয়া প্রচেষ্টার বিষয়েও তিনি অবগত করেন।
মুখ্যমন্ত্রী রাজ্যের কোভিড চিকিত্সার বিশেষ অংশ হিসাবে
মেডিক্যাল অক্সিজেনের উত্পাদন, আইসিইউ বিছানা, অক্সিজেনের সুবিধাযুক্ত বিছানা,
আইসোলেশন ওয়ার্ড আদির স্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবগত করেন।
রাজ্যের জনগণরা যাতে অতিশীঘ্রে ভ্যাক্সিন নিতে পারার মতো করে ভ্যাক্সিনের আবণ্টন
বৃদ্ধি করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকার প্রধানমন্ত্রীর
টেষ্টিং-ট্রেকিং-ট্রিটমেণ্ট নীতি অনুসরণ করেছে এবং সম্পূর্ণ লকডাউন ঘোষণার পর্যায়ে
না গিয়ে ৬ হাজারের চেয়েও অধিক মাইক্রো কণ্টেইনমেন্ট জোন ঘোষণা করে কোভিড-১৯ মহামারী
নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অর্থনীতি ও কোভিড সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ একসঙ্গে
চালানো হচ্ছে বলে তিনি জানান।
অসমের কোভিড পজিটিভিটির হার অতি শীঘ্রে ১ শতাংশের নীচে
নামিয়ে আনা যাবে বলে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আশা প্রকাশ করেন।
আজকের এই ভিডিও কনফারেন্সে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের
মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা
মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া,
ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডী ও রাজ্যিক মন্ত্রী বি এল বার্মাও অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই