Header Ads

মরণফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ পথ নয় যেন মরণফাঁদ। একের পর এক গর্তের মিছিল। আকারে পুকুর সদৃশ বললেও একেবারে ভুল হবে না। দূরবিন দিয়ে খোঁজলেও পাওয়া যাবে না কোথায় পিচের নিশান। কিছু জায়গায় দু’পা অন্তর অন্তর ছোট-বড় গর্ত। কোথাও আবার একেবারে খাল। এ কোনও সাধারণ রাস্তা নয়। শতাব্দী প্রাচীন ব্রিটিশ যুগের বরাক উপত্যকার লাইফ লাইন বলে খ্যাত শিলচর জয়ন্তিয়া সড়ক। বর্ষাকালে উপত্যকার বাকী সড়ক গুলো ডুবে গেলেও এ পথেই চলতো সমূহ যাতায়াত। কিন্ত বর্তমানে বিকল্প পথের ব্যবহারে দীর্ঘদিন ধরেই চরম অবহেলায় ভূগছে শিলচর জয়ন্তিয়া সড়ক। এতে কাটিগড়া ও বড়খলা বিধান সভার লক্ষ লক্ষ মানুষের জীবন চরম বিপাকে। জন্ম থেকে আজ অবধি এই এলাকায় ভালো রাস্তা চোখে দেখেন নি এমন যুবক অনেকেই আছেন এই দুই বিধানসভায়।

       খাম্বারবাজার থেকে বড়খলা পর্যন্ত সড়কের অবস্থা একেবারে ভয়াবহ। প্রতি পদে লুকিয়ে আছে বিপদের হাতছানি। যে রাস্তা দিয়ে মসৃণভাবে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছনোর কথা, সেখানে পদে-পদে ব্রেক কষতে কষতে পথ পাড়ি দিচ্ছেন চালকরা। ফলে অনেক সময়ই দুর্ঘটনা ঘটছে এই পথে। হচ্ছে প্রাণহানিও। গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে। মাঝপথে গাড়ি বিকল হয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন চালকরা। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে রাতের বেলা। বৃষ্টি নামলে তো আর কথাই নেই, সড়কেই নৌপথের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে বলে বলছেন ভুক্তভোগীরা। রাস্তায় গর্তে পড়ে মোটরবাইক নিয়ে ছিটকে পড়ে জখম হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটকে এই সড়কে। তবুও চূড়ান্ত উদাসীন বিভাগীয় কর্তৃপক্ষ। এ সড়ক সংস্কারে বারে বারে কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে তা অশ্ব ডিম্ব। শোনা যাচ্ছিল আসাম মালায় নাকি সংস্কার হবে এই পথের, তবে কোন মালায় যে সেজে উঠবে এই পথ ?? এ নিয়ে সন্দিহান এলাকার জনগণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.