Header Ads

সাংবাদিকদের সমস্যা নিয়ে আলোচনা করলেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি : মন্ত্রী পীযূষ হাজরিকা

 


অমল গুপ্ত, গুয়াহাটি : বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি আজ তথ্য ও জনসংযােগ মন্ত্রী পীযুষ হাজরিকার কাছে সাংবাদিকরা নানা অভিযােগ দায়ের করে। এবার বিধানসভায় সাংবাদিকদের নিজস্ব ঘর থেকে সরিয়ে দিয়ে সাইব্রেরি ভবনের তলে দুটি ঘর করে দেওয়া হয়। কিন্তু সেখানে উপযুক্ত চেয়ার-টেবিলের ব্যবস্থা নেই। টয়লেটের কোনাে ব্যবস্থা নেই। সাংবাদিকদের গাড়ি রাখারও জায়গা নেই। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দেয় পুরকায়স্থ অভিযােগ করে বলেন, ফুল ও ফুলের টব বসিয়ে বিধানসভা সাজিয়ে লাভ নেই। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সাংবাদিকদের অভাব-অভিযােগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এদিকে, বিধানসভায় আন্ডার রুলস/২৩(২) অনুযায়ী নতুন বিধায়কদের অভাব-অভিযােগ নিয়ে বলার সুযােগ করে দেওয়া হয়। রাইজর দলের সভাপতি অখিল গগৈ, বিজেপি দলের সদস্য হেমাঙ্গ ঠাকুরীয়া, মানকাচরের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আমিনুল অভিযােগ করেন, তাদের মানকাচরের দক্ষিণ শালমারার রাস্তাঘাট নেই, হাসপাতাল নেই, কোনাে দিকে বিদ্যুৎ নেই, কোনােও দিকে কোনাে উন্নতি হয়নি। অখিল গগৈ বলেন, শিবসাগরকে বিশ্ব পর্যটক মানচিত্রে তুলে ব্যাপক উন্নয়ন করা হবে। তার জন্য তিনি রাজ্য সরকারের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন। হেমাঙ্গ ঠাকুরীয়া বলেন, চাঁদডুবি পর্যটন ক্ষেত্র ব্যাপক ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল। তার উন্নতির দাবি জানান। বিদ্যুৎ মন্ত্রী বিমল বরা এবং তথ্য ও জনসংযােগ মন্ত্রী পীযুষ হাজরিকা তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.