Header Ads

অসমের নগাঁও জেলায় কোভিড পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে

সুনীল রায়, নগাঁও : নগাঁও জেলাভিড পরিস্থিতি লক্ষ্যণীয়ভাবে  উন্নত  হওয়া পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে জেলা সংক্রমণের হার হ্রাস পেতে ধরেছে। নগাঁও জেলাতে আজ ফের ৮৫জন কভিড নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৭৩ জনে বৃদ্ধি হয়েছে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে ১৬ হাজার ৯৪৭ জন। সম্প্রতি নগাঁওয়ে কভিড রোগীর সংখ্যা ১ হাজার ১২৬ জন আন্যদিকে, আজকের দিনটিতে ৬ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। হাজার ১২ জন ব্যক্তির আর এ টি পরীক্ষা এবং ৬২ জন ব্যক্তির আর টি পিসি আর পরীক্ষা করা হয়। আজ কোনো মৃত্যু খবর পাওয়া যায়নি। উল্লেখ্য,ভিডের দ্বিতীয় ঢেউয়ের ফলে নগাঁও জেলা ১০০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.