ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস দেশকে কাঁপিয়ে দিয়েছে
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : দেশের
সাংবাদিক, মন্ত্রী, জন নেতা,
সমাজকর্মী সবার মোবাইলের গোপন তথ্য হাতিয়ে
নেওয়ার অভিযোগ উঠেছে। ইজরায়েলের স্পাইওয়ার পেগাসাস দেশের
জননেতাদের মোবাইলে আড়ি পাতছে। এই অত্যাধুনিক পেগাসাস
ব্যবহার করে সৌদি আরবের সাংবাদিক
জামাল খাসগীরের মোবাইলের গোপন তথ্য সংগ্রহ করে তাকে
নৃশংসভাবে হত্যা করা হয়। আজ সংসদে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ
করেছেন, দেশের বদনাম করার জন্যে এই অভিযোগ করেছে
বিরোধীরা। রাহুল গান্ধী, অভিষেক
বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ
দেশের ৪০ জন
সাংবাদিকের মোবাইলে আড়িপাতা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। এই অত্যাধুনিক
সাইবার প্রযুক্তি পেগাসাস
যেকোনো নিষ্ক্রিয় মোবাইলের তথ্য ২৪ ঘন্টা
সংগ্রহ করে ব্যবহার করতে পারে। দ্য
ওয়ার নামে এক পোর্টাল এই বিস্ফোরক খবর দিয়েছে। কেন্দ্রীয় নেতা রবি শংকর প্রসাদ বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
অধীর চৌধুরী সুখেন্দু শেখর রায় প্রমুখদের অভিযোগ
নাগরিকদের মৌলিক ব্যক্তিগত
গোপন অধিকার ভঙ্গ করা হল।
কোন মন্তব্য নেই