Header Ads

৫ জেলাতে টোটাল কন্টেন্টমেন্ট ব্যবস্থা, গোলাঘাট, লখিমপুর, যোরহাট, শোণিতপুর, বিশ্বনাথ, কোভিড মেনে ঈদ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিরাজ্যে নতুন এস ও পি লাগু, গোলাঘাট লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ, যোরহাট  এই জেলাকে টোটাল  কন্টেনমেন্ট জোন  হিসাবে আগের ঘোষণা অব্যাহত থাকবে। কোভিড প্রটোকল মেনে ঈদ  পালনের   নির্দেশ দিয়েছে। গুয়াহাটি মহানগর সহ ২৭টি জেলাতে বিকাল টা থেকে কারফিউ জারি থাকবে। বিকাল টা পর্যন্ত  দোকান পাট  চলবে। মারিগাঁও, গোয়ালপাড়া জেলাতে  দুপুর টা থেকে কারফিউ। ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আর্ন্তজেলা পরিবহন বন্ধ থাকবে। ২০ জুলাই  ভোর টা থেকে এই নতুন এস ও পি লাগু হবে। ঈদ পালনের ক্ষেত্রে কোভিড বিধি মানতে হবে। মসজিদে জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ঘর থেকে   নামাজ পড়ার পরামর্শ  দেওয়া হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আবগারি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.