অসম বিধানসভার বাজেট অধিবেশনে বড়ো ভাষা
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম বিধানসভার বাজেট অধিবেশনের পৃথকভাবে বড়ো ভাষায়
কার্যসূচী ছাপানো
হয়েছে। অসমের প্রাচীনতম
বড়ো ভাষাকে সরকারিভাবে দ্বিতীয়
ভাষা হিসাবে অসম সরকার স্বীকৃতি দিয়েছে। এবার বিধানসভার অধ্যক্ষও বড়ো
জনগোষ্ঠীর প্রতিনিধি। প্রাক্তন রাজ্য সাভার সদস্য বিশ্বজিৎ দৈমারী। অসম
বিধানসভার গত অধিবেশনে উত্তর করিমগঞ্জের কংগ্রেস
বিধায়ক কমলাক্ষ্য দে
পুরকায়স্থ বাংলাকে দ্বিতীয় সরকারি ভাষা করার দাবিতে সরব হয়েছিলেন।
বরাকের বিজেপি সদস্যরা চুপ করে
বসেছিলেন। সরকারের বিরুদ্ধে কথা বলার সৎসাহস তাদের ছিল না। এবারও থাকবে না। সরকার অবশ্য ত্রিভাষা
সূত্র মেনে বরাকের তিন জেলাতে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। অসমে প্রায়
এক কোটি হিন্দু মুসলিম মানুষের ভাষা বাংলা। বড়ো ভাষাতে কথা বলেন প্রায় ১৫ লাখ
মানুষ।
কোন মন্তব্য নেই