Header Ads

জন্মের সঙ্গেই সঙ্গীত

তাপস দেবনাথ, কলকাতা : সমৃদ্ধি সেনগুপ্ত; বয়স মাত্র এক বছর সাত মাস। তার এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে সংগীতের সঙ্গে, এ সম্পর্ক যেন পূর্ব জন্মের। শিশুরা যেই সময় মা বাবার কোলে খাবার জন্য কাঁদে, খেলার জন্য কাঁদে, কোলে উঠবার জন্য কাঁদে, সমৃদ্ধি তাদের থেকে একটু আলাদা- তার খেলা মানেই সঙ্গীত একটু গান চালিয়ে দিলেই সে হাসি মুখে স্তব্ধ হয়ে থাকে শুধু তাকিয়ে দেখে আর শোনে। ছোট থেকেই বোঝা যায় যে তার সংগীতের প্রতি অগাধ ভালোবাসা। এ ভালোবাসাকে শেখালো তাকে? নিশ্চয়ই আগের জন্ম থেকে সে এই ভালোবাসা নিয়েই জন্মেছে যা শত চেষ্টা করলেও শেখানো যায় না। পিতা তুষার সেনগুপ্ত ও মাতা সুচরিতা সেন গুপ্ত তারা তাদের মেয়েকে নিয়ে খুবই খুশি। পিতা তবলা বাদক হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়েছেন। বাড়িতে সাংস্কৃতিক চর্চা থাকায় সমৃদ্ধি ছোটবেলা থেকেই সেই পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছে। তাই, সুযোগ পেলেই গানের ক্লাসে চলে যায়, এবং ক্লান্ত হয়ে পড়লেও গানের ঘর থেকে তাকে বিছানায় আনা যায় না। সে সরস্বতী মায়ের বাদ্যযন্ত্র অর্থাৎ তবলা বায়াকে নিজের একান্ত আপন মনে করে। সুযোগ পেলেই বাবাকে নকল করে। অন্যান্য বাচ্চাদের মতন কোন দুষ্টুমি নেই এবং বিভিন্ন ভাবে এই বয়স থেকেই মা বাবাকে সাহায্য করে এবং গানের ঘরটি হচ্ছে তার যেন আশ্রয় কেন্দ্র; সেখানে থাকতে, খেতে ও ঘুমোতে খুবই ভালোবাসে।এ শিশুকে দেখে বোঝা যায় যে সঙ্গীত কে ঠিক শেখানো যায় না, খানিকটা নিয়ে জন্মাতে হয় আর এক্ষেত্রে সমৃদ্ধি সেনগুপ্ত অনেকটা বেশি নিয়ে জন্মেছে। আসুন আমরা প্রত্যেকে ওকে অনেক আশীর্বাদ করি যাতে আগামী দিনে ও একটা সঠিক মানের শিল্পী তৈরি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.