Header Ads

অনলাইন যোগা প্রতিযোগিতার পুরস্কার বিতরণে কেশব ক্লাব

সুব্রত দাস, বদরপুর : করোনা আবহে জন্য গৃহবন্ধি প্রায় সকল স্তরের ছাত্র-ছাত্রী। বিশেষ করে ছোট ছাত্র-ছাত্রীরা। তার মধ্যে স্কুল বন্ধ। তার প্রতি লক্ষ্যে রেখে ছোট ছাত্র-ছাত্রীদের জন্য এক ভার্চুয়াল যোগা প্রতিযোগিতায় আয়োজন করেন কেশব ক্লাব। এই প্রতিযোগিতা ২০ মে থেকে ২০ জুন পর্যন্ত চলে। ২১ জুন জয়ী প্রতিযোগিতার নাম ঘোষণা করেন ক্লাবের সদস্যরা। এবং ২১ জুলাই বুধবার প্রথম,দ্বিতীয়,তৃতীয়দের পুরস্কার বিতরণ করেন। প্রথম স্থান অধিকার করেন রাজদীপ চক্রবর্তী,দ্বিতীয় শিবম চক্রবর্তী এবং তৃতীয় প্রিয়ব্রত দাস। এতে উপস্থিত ছিলেন কেশব ক্লাবের সভাপতি এস দাস,সহ-সভাপতি বিশ্বজিত সাহু,সহ-সম্পাদক বাপ্পা রায়,কোষাধ্যক্ষ নির্মল দাস। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে অংশকারী জয়ীরা পুরস্কার গ্রহণ করেন। ক্লাবের কোষাধ্যক্ষ নির্মল বাবু বলেন,কেশব ক্লাব গত বছর লকডাউনে বিভিন্ন ধরনের অনলাইন প্রতিযোগীতা ব্যবস্থা করেছিলেন। তাছাড়াও করোনা সচেতনতামূলক পত্রক,রান্না খাবার,ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। তাছাড়া প্রতি মাসেই বিভিন্ন সামাজিক কাজে কেশব ক্লাবের সদস্যরা যুক্ত থাকেন বলে জানান নির্মল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.