Header Ads

আর এস এস প্রধান মোহন ভাগবত নাগরিকত্ব নিয়ে এক গ্রন্থ উন্মোচন করেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  আর  এস এস প্রধান মোহন ভাগবত আজ গুয়াহাটি শ্রীমন্ত  শংকরদেব  কলাক্ষেত্রে  অধ্যাপক ননী গোপাল মহন্তর  এক গ্রন্থ উন্মোচন করে বলেন, এন আর সি এবং নাগরিকত্ব সংশোধনি আইন বা কা-র সঙ্গে  হিন্দু মুসলিম  সম্প্রদায়ের   বিভাজনের কোনো  রূপ রেখা নেই, সাম্প্রদায়িকতার  কোনো ইন্ধন ও নেই। গণতান্ত্রিক ধর্মনিরেপেক্ষ রাষ্ট্রে কোনো বিভাজন আসতে পারে না। "সিটিজেনশিপ ডিবেট ওভার এন আর সি এন্ড কা আসাম পলিটিকালহিস্ট্রি"  শীর্ষক গ্রন্থটি উন্মোচন করে  এই কথা জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  অধ্যাপক মহন্তর গ্রন্থটি সম্পর্কে বলেন, গবেষণালব্ধ চিন্তা চর্চার ফসল, মানুষের অনেক প্রশ্নের জবাব নিহিত আছে। অসম বিধান সভার অধ্যক্ষ  বিশ্বজিৎ দমারি, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য  প্রতাপজ্যোতি  সন্দিকৈ প্রমুখ অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.