Header Ads

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি ও ভারত বিকাশ পরিষদের শহিদ স্মরণ বদরপুরে

 

সুব্রত দাস, বদরপুর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বদরপুর আঞ্চলিক সমিতির উদ্যোগে ২১ শে জুলাই বুধবার ১৯৮৬ এর ভাষা আন্দোলনের ৩৬ তমো বার্ষিকী পালন করেন। সকাল ১১ টায় কোভিড বিধি মেনে  সকল কর্মকর্তা ও সদস্য-সদস্যারা শহিদ স্মরণ করে পুষ্পার্ঘ অর্পণ করেন বদরপুর এসটি রোড শহীদ বেদিতে। এতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি থেকে উপস্থিত ছিলেন সভাপতি দয়াল চন্দ্র সরকার,সহ-সম্পাদক সুবিমল বর্ধন,অশোক জ্যোতি,সিতাংশু রায় প্রমুখও। অন্যদিকে বদরপুর নগরের সমিতির ভারত বিকাশ পরিষদ থেকেও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভারত বিকাশ পরিষদ থেকে উপস্থিত ছিলেন সভাপতি গুরুনন্দন ঘোষ,সম্পাদক এস মনিহার সিংহ,এড-ভাইজার দীপক দেব,প্রাক্তন কোষাধ্যক্ষ প্রফেসর অর্জুন চন্দ্র দেবনাথ,পূর্ণিমা ভট্টাচার্যী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.