Header Ads

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব বিধানসভায় বহু চর্চিত গো-সুরক্ষা বিল পেশ করলেন

 


অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় বহু চর্চিতদ্য আসাম ক্যাটেল পিজারভেশন বিল ২০২১' উত্থাপন করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিরধী দল এই বিলের বিরধিতা করেছে। এই বিল পাশ হলে অসমে গরুর মাংস পুরপুরি নিষিদ্ধ করা হবে। অনুমতি ছাড়া গ-হত্যা করা যাবে না। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে গরুর সঙ্গে। সেই গরুকে পূজা করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সেই গরুর মাংস বিক্রি, গরু পাচার এবং গরু নিয়ে ব্যবসার উপর নিষেধাজ্ঞা আরপ করে বিজেপি সরকার বিলটি উত্থাপন করে এক চ্যালেঞ্জের মুখমুখি হল। ইতিমধ্যে এআইইউডিএফ বলে রেখেছে, তারা এই আইন কোনভাবেই বিধানসভায় পাশ হতে দেবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.