Header Ads

পেট্রোপণ্য সহ জরুরি সামগ্রী নিয়ে বিরোধীদের মুলতুবি প্রস্তাব অগ্রাহ্য করলেন অধ্যক্ষ, প্রতিবাদে সদন ত্যাগ

 

অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হল আজ। আগামী ১৬ জুলাই অসম বিধানসভায় প্রথম মহিলা অর্থমন্ত্রী অজন্তা নেওগ বাজেট পেশ করবেন। বিধানসভায় বাজেট অধিবেশন উপলক্ষ্যে বিধানসভা চত্বর ব্যাপকভাবে ফল-মালা দিয়ে সাজিয়ে তলা হয়। বিধানসভার বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের চিকিৎসার জন্য এক হাসপাতালের সূচনা হয়। বিধানসভার বহু নতুন নিয়ম-কানুনের মধ্য দিয়ে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, উপাধ্যক্ষ ডা. নুমল মমিন বিধানসভার সূচনা করেন। এই বিধানসভা চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। বিধানসভার প্রশ্নোত্তর পর্ব শেষে বিরধী দল কংগ্রেস এবং এআইইউডিএফ পৃথক পৃথকভাবে পেট্রোপন্য সহ অন্যান্য নিত্য সামগ্রীর ভগ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুলতুবি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু অপর শরিক দল বিপিএফ এই মুলতবি প্রস্তাবে সায় দেয়নি। সরকারের প্রতি নরম মনভাব পষণ করেছে। আজ বিধানসভায় বিরধী দলপতি দেবব্রত শইকিয়া, ওয়াজেদ আলি চৌধুরী, রকিবুল হসেইন, এআইইউডিএফের আমিনুল ইসলাম, রাইজর দলের সভাপতি অখিল গগৈ প্রমুখ রাজ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুরবস্থার কথা তুলে ধরেন। অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এই প্রস্তাবের বিরধিতা করে বলেন, পেট্রোপন্য বিষয়টি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে। তাই তিনি তা উত্থাপন করতে দিতে পারেন না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ সভা হঠাৎ মুলতুবি ঘষণা করে দেন। মুখ্যমন্ত্রীর সংকেত পেয়েই সম্ভবতঃ তিনি এই ঘষণা করেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে বলেন, তিনি তা ঘষণা করেননি। অখিল গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, রাজ্যের স্বার্থ সম্পর্কিত জরুরি বিষয়ে মুলতুবি প্রস্তাব উত্থাপন করা হলে তাতে আলচনায় সায় দেওয়া উচিত। কারণ সেই আলচনায় সরকারের কিছু আসে যাবে না। কিন্তু আজ মূল্য বৃদ্ধির মত অত্যন্ত জরুরি বিষয় আলচনার সুযগ দিলেন না। প্রতিবাদে বিরধী পক্ষ আজ সদন ত্যাগ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.