Header Ads

আইপিএস অফিসার রবিন হিবুর আত্মজীবনী হিন্দিতে প্রকাশ পাবে

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : উত্তর-পূর্ব তথা অরুণাচল প্রদেশের কৃতি সন্তান আইপিএস অফিসার রবিন হিবুর আত্মজীবনী হিন্দিতে প্রকাশ পাবে আগামী দিনে। রাজধানীর সুপরিচিত কবি ও সাংবাদিক রেনু সাইনি এ বইয়ের লেখিকা হবেন। রবিন হিবু ১৯৯৩ সালে অরুনাচল প্রদেশ থেকে নির্বাচিত প্রথম আইপিএস অফিসার। বর্তমানে, তিনি দিল্লি পুলিশের বিশেষ কমিশনার। আত্মজীবনী রচয়িতা রেনু সাইনি বহু বিখ্যাত হিন্দি বইয়ের লেখিকা। যার মধ্যে কালামকে সালাম, মোদীর সাফল্যের গল্প, জীবন ধারা, পথ প্রদর্শন উল্লেখ্য। ইন্ডিয়া টুডের জনপ্রিয় লেখিকা রেনু সাইনি সম্পর্কে রবিন হিবু বলেন যে তার লেখায় স্বাচ্ছন্দ্য এবং প্রবাহ রয়েছে। লেখিকা মৈলিক চিন্তাধারার অধিকারিণীও। হিন্দিতে লেখা আত্মজীবনীটি যুবকদের গান্ধীবাদী জীবন দর্শনের প্রতি নতুনভাবে অনুপ্রেরণা যোগাবে।  রবিন হিবু তার স্বেচ্ছাসেবী সংগঠন 'হেল্পিং হ্যান্ড' এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের লোকদের দেশের রাজধানীতে সর্বদা সহায়তা করে চলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.